শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চুয়েট রোবো মেকাট্রনিক্স এসোসিয়েশনের কমিটি গঠিত

| প্রকাশিতঃ ১৮ সেপ্টেম্বর ২০১৭ | ৫:১৯ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) রোবটিক চর্চা ও গবেষণামূলক সংগঠন রোবো মেকাট্রনিক্স এসোসিয়েশনের (আরএমএ) ২০১৭-১৮ প্যানেলের উপদেষ্টা কমিটি এবং ৮ম সাংগঠনিক কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ তাজুল ইসলাম পুণরায় চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক মডারেটর এবং ইইই বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান চৌধুরী, আইইটি’র গবেষণা প্রভাষক ড. সৈয়দ আবু নাহিয়ান ও এমআইই বিভাগের প্রভাষক নুরুন নাহার বেগমকে সহকারী মডারেটর মনোনীত হয়েছেন।

একইসাথে সাংগঠনিক কমিটির বরকতুল্লাহ মাসুম সভাপতি এবং রেশাদ ইবনে মোমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্প্রতি (১৪ সেপ্টেম্বর) চুয়েটের পশ্চিম গ্যালারী মিলনায়তনে আয়োজিত এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই কমিটির অনুমোদন দেন রোবো মেকাট্রনিক্স এসোসিয়েশনের চেয়ারম্যান ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ তাজুল ইসলাম এবং আর.এম.এ’র বিদায়ী সভাপতি জনাব সৈয়দ রেজাউল হক পিদিম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি রাদিফ উদ্দিন আহমেদ, যুগ্ন-সম্পাদক রাজীব চন্দ্রনাথ, সাংগঠনিক সম্পাদক ইভান শাহরিয়ার, অর্থ সম্পাদক মোঃ মাহমুদুল আদিল, প্রকাশনা ও গবেষণা সম্পাদক মির্জা আসিফ হায়দার জয়, দপ্তর সম্পাদক নাফিস সা’দ রেসান এবং সদস্য সচিব মোঃ মোহাইমুনুল ইসলাম প্রমুখ।