সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

রুশ যুদ্ধজাহাজে হামলার দাবি ইউক্রেনের

| প্রকাশিতঃ ১৪ ফেব্রুয়ারী ২০২৪ | ৫:১৭ অপরাহ্ন


আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত ক্রিমিয়ার কাছে কৃষ্ণ সাগরে একটি বড় রাশিয়ান যুদ্ধজাহাজে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। এতে জাহাজটির গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। খবর আলজাজিরা।

বুধবার এক বিবৃতিতে ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলেছে, নৌবাহিনীর ড্রোনের হামলায় সেজার কুনিকভ নামে জাহাজটি ‘ধ্বংস’ হয়ে গেছে। কিয়েভের নতুন সেনা প্রধান দায়িত্ব নেওয়ার পর এটিকে সবচেয়ে বড় সাফল্য বলে দাবি করা হয় বিবিৃতিতে।

ইউক্রেনীয় বাহিনী টেলিগ্রাম মেসেজিং অ্যাপে আরও বলেছে, জাহাজটিকে লক্ষ্যবস্তু করার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দাদেরও সাহায্য নেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম ইউক্রেনস্কা প্রাভদা ক্রিমিয়ার দক্ষিণ উপকূলে সমুদ্রের ওপর ধোঁয়া এবং পানির ওপর দিয়ে হেলিকপ্টার উড়ার ভিডিও প্রকাশ করেছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক মাসগুলোতে কৃষ্ণ সাগরে রাশিয়ার যুদ্ধ জাহাজের বহরের ওপর একের পর এক হামলা চালিয়েছে যাচ্ছে ইউক্রেন। চলতি মাসের শুরুতে ইউক্রেনীয় বাহিনী একটি রাশিয়ান যুদ্ধজাহাজ আক্রমণ ও ধ্বংস করতে সমুদ্র ড্রোন ব্যবহার করেছিল। এরআগে গত ডিসেম্বরে ক্রুজ ক্ষেপণাস্ত্র একটি বড় রাশিয়ান যুদ্ধজাহাজে আঘাত করেছিল।

এদিকে সর্বশেষ হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।