মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

সরকারের মহাদুর্নীতির কারণেই অর্থনৈতিক সংকট : ডা. শাহাদাত

| প্রকাশিতঃ ২২ মার্চ ২০২৪ | ১০:১৪ অপরাহ্ন


চট্টগ্রাম : সরকারের মহাদুর্নীতির কারণেই অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

শুক্রবার (২২ মার্চ) বিকেলে চকবাজার ডিসি রোড়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ চরম কষ্টে দিন পার করছে। দেশে চারদিকে হাহাকার, দুর্ভিক্ষ পরিস্থিতি বিরাজ করছে। আওয়ামী সিন্ডিকেট কবলিত দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন দেশের মানুষ। ধার দেনায়ও সংসার চালাতে পারছেন না। কাঁচাবাজার থেকে সোনা, সবকিছুর দর আকাশ স্পর্শ করেছে। লোডশেডিং সাধারণ বিষয়ে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, সম্ভবত ডামি ভোট বর্জনের কারণে জনগণকে শায়েস্তা করতে দেশের মানুষকে সিন্ডিকেট ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছে সরকার। প্রতিদিন কোনো না কোনো পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে। খাদ্যমন্ত্রী সিন্ডিকেটের কাছে আত্মসমর্পণ করেছেন। তিনি ব্যর্থ হয়েছেন। রাঘব বোয়ালরা ধরা ছোঁয়ার বাইরে। সরকারের মহাদুর্নীতির কারণেই অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।

ডা. শাহাদাত হোসেন বলেন, সকল পণ্যের মূল্য এখন জনসাধারণের নাগালের বাইরে। কিন্তু ক্ষমতাসীন দলের নেতারা ক্ষুধার্ত জনগণের সঙ্গে রসিকতা করছেন। ভোট ডাকাত আওয়ামী লীগ সরকারের কাছে জনগণের কোনো মূল্য নেই। তাই তারা জনগণের স্বার্থের কথা চিন্তা করছে না। নিজেদের আখের গোছানোর জন্য সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে জনগণকে বিভীষিকাময় পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে।

আবুল হাশেম বক্কর বলেন, গণতান্ত্রিক আন্দোলন কখনো ব্যর্থ হয়নি। সাময়িকভাবে বাধাগ্রস্ত হতে পারে কিন্তু সার্বিকভাবে কখনোই ব্যর্থ হয় নাই। মুসোলিনি বহুদিন রাজত্ব করেছে কিন্তু পরিণতি হয়েছে ভয়াবহ। এই সরকার লজ্জা বিসর্জন দিয়ে অবৈধভাবে ক্ষমতা আকড়ে রাখতে চায়। কিন্তু জনগণের আন্দোলনের মুখে কোনো ফ্যাসিস্ট সরকার টিকে থাকতে পারে নাই।

ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেকান্দরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মো. এমরান উদ্দিন ও অধ্যক্ষ খোরশেদ আলমের পরিচালনায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, বিএনপি নেতা আমিন মাহমুদ, ইব্রাহিম বাচ্চু, আবদুর রহিম, মো. মহসিন, মহানগর যুবদলের সহ সভাপতি নাছির উদ্দীন চৌধুরী নাসিম, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, মোস্তাকিম মাহমুদ, বাকলিয়া থানা শ্রমিকদলের সভাপতি গোলজার হোসেন লেদু, যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু প্রমূখ।