মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

কৃষক, শ্রমিক মেহনতি মানুষের জন্যই শেখ হাসিনার রাজনীতি : নাছির

| প্রকাশিতঃ ২ এপ্রিল ২০২৪ | ২:৪৬ অপরাহ্ন


চট্টগ্রাম : মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি কৃষক, শ্রমিক, দরিদ্র, ও মেহনতী মানুষের জন্য। তিনি দেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। দরিদ্র মানুষদের জন্য স্বল্পমূল্যে তেল, গম ও চালের ব্যবস্থা করেছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করছেন। অসহায় মানুষের জন্য উন্নয়ন করছে।’

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১১টায় নগরীর টাইগারপাস মোড়ে রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রমজান উপলক্ষে অসচ্ছল শ্রমিকদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ৫ শতাধিক অসচ্ছল শ্রমিকদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন— জাতীয় শ্রমিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সফর আলী, কাউন্সিলর গিয়াস উদ্দিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা, কাউন্সিলর জহুরুল আলম জসিমসহ বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগের কেন্দ্রীয় ও শাখা নেতৃবৃন্দ।