মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের ইফতার

| প্রকাশিতঃ ৪ এপ্রিল ২০২৪ | ১০:৪৫ পূর্বাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রামে ছাত্রলীগের উদ্যোগে ছিন্নমূল, পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

সোমবার (১ এপ্রিল) সরকারি হাজী মহসিন কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য আরমান হোসাইনের উদ্যোগে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাকারিয়া দস্তগীরের নির্দেশনায় এ ইফতার বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য সাইদ আব্বাস, মোহাম্মদ তাকিব, নগর ছাত্রলীগের সংগঠক আশিক চৌধুরী, শরিফুল কাদের রাকিব, ইয়াসিন ইমতিয়াজ, আবদুর রহমান বাচ্চু, মোহাম্মদ সাইফুল, তিসাফ, আলফাজ উদ্দিন রিজভী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিতরণ কর্মসূচিতে ছাত্রনেতা আরমান হোসাইন বলেন, ‌‘বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় আমরা সাধারণ মানুষের জন্য ও সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছি। যে-কোনো সংকটে, দুর্দিনে সাধারণ মানুষের পাশে থাকে ছাত্রলীগ। আমরা ছাত্রলীগ যে-কোনো মানবিক কাজে সাধারণ মানুষের কাছে থাকি, তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা গরিব, দুস্থ ও ভাসমান মানুষের মাঝে ইফতার বিতরণ করছি।’