মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

বাঁশখালীতে সংবর্ধিত হলেন আওয়ামী লীগ নেতা ইমরুল কায়েস

| প্রকাশিতঃ ১৮ এপ্রিল ২০২৪ | ৬:২০ অপরাহ্ন


চট্টগ্রাম : সদ্য ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় বাঁশখালীর সন্তান ইমরুল কায়েসকে সংবর্ধনা দিয়েছে ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগ।

সোমবার (৪ এপ্রিল) ছনুয়া কাদেরিয়া উচ্চবিদ্যালয়ের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল বশরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবির, প্রধান বক্তা ছিলেন ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, ৯ নং ওয়ার্ড সভাপতি ফজুল কাদের, ২ নং ওয়ার্ড সভাপতি আবু তাহের, প্রবীণ আওয়ামী লীগ নেতা ফজল আহমদ, আওয়ামী লীগ নেতা নোমন চৌধুরী, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান, স্থানীয় আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা, বাঁশখালী উপজেলা মৎসজীবী লীগের সভাপতি হামিদুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বদরুল, শেখেরখীল ইউনিয়ন মৎসজীবী লীগের সভাপতি আব্দুল কাদের।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— ছনুয়া ইউনিয়ন মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. নাছির, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মুমিনুল ইসলাম, ছনুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আশেকুর রহমান তালুকদার, ছাত্রলীগ নেতা সাজ্জাদ, জাহেদ, আলমগীর, ছাত্রনেতা নয়ন ও রাকিব প্রমুখ।

এর আগে মঙ্গলবার (১২ মার্চ) দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, ধর্ম বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান খন্দকার গোলাম মওলা নকশেবন্দী ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ধর্মবিষয়ক উপ-কমিটির অনুমোদন দেন।

সেই কমিটিতে ফরিদুল হক খান এমপি, মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী এমপি, এইচ এম ইব্রাহীম এমপি, বীর বাহাদুর উশৈসিং এমপি, রেজাউল হক চৌধুরী এমপি, ননী গোপাল মন্ডল এমপি, আবু জাফর মো. শফিউদ্দিন এমপি, হাজী মো. ফয়সাল বিপ্লব এমপি ও মো. আমানুর রহমান খান রানা এমপিকে সদস্য করা হয়েছে। এম এম ইয়াকুব আলী এমপি, মোহাম্মদ জিল্লুর রহমান এমপি ও ইমরুল কায়েসসহ মোট ২১৫ জনকে সদস্য করা হয়।