মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ৬০০ কেজি পলিথিন জব্দ

| প্রকাশিতঃ ১৯ অক্টোবর ২০১৭ | ৬:১১ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে একটি ব্যবসা প্রতিষ্ঠান ও মালিকের বাসায় অভিযান চালিয়ে ৬০০ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার সকালে পতেঙ্গা থানার কলসি দীঘির পাড় এলাকার এই অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক আজাদুর রহমান মল্লিক বলেন, শহীদ নামের একজন ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান ও বাসায় অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৬০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে শুক্রবার (২০ অক্টোবর) শুনানিতে হাজিরের নোটিশ দেওয়া হয়েছে।

অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক ফখর উদ্দীন চৌধুরীসহ সংশ্লিষ্টরা।