চট্টগ্রাম: চট্টগ্রাম নগর ছাত্রলীগের সহ সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম শাহাদাত হোসেন ভুঁইয়া এই আদেশ দেন।
দুইজন হলেন- খাইরুল নূর ইসলাম ওরফে খায়ের ও আমির হোসেন ওরফে বাবু।
সদরঘাট থানার ওসি মর্জিনা আক্তার বলেন, সুদীপ্ত খুনের ঘটনায় ১৭ অক্টোবর গ্রেফতার বাবু ও খায়ের নামে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিনদিন মঞ্জুর করেছেন।
গত ৬ অক্টোবর সকাল সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম নগরের দ¶িণ নালাপাড়া এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে সুদীপ্তকে পিটিয়ে আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।
এই ঘটনায় অজ্ঞাতপরিচয় সাত-আটজনের বিরুদ্ধে সুদীপ্তর বাবা মেঘনাথ বিশ্বাস মামলা করলেও পুলিশ বলছে, ঘটনায় জড়িত অনেকেই।
চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকার এক আওয়ামী লীগ নেতার অনুসারীরা সুদীপ্ত হত্যার ঘটনায় জড়িত বলে অভিযোগ উঠেছে।
হত্যাকান্ডে সাত-আটজন সরাসরি অংশ নিলেও ঘটনাস্থলের অদূরে নিউমার্কেট মোড় ও কালীবাড়ি মন্দির মোড়ে আরও ৩০-৩৫ জন ছিলেন বলে তথ্য রয়েছে পুলিশের কাছে।
খুনের এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ১৩ অক্টোবর রাতে মোক্তার হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। বুধবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন মোক্তার।