মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ছাত্রলীগের বাস ভাঙচুর

| প্রকাশিতঃ ২০ অক্টোবর ২০১৭ | ৮:৪৩ অপরাহ্ন

চট্টগ্রাম: বাস সহকারির সাথে তর্কের জের ধরে দুটি বাস ভাঙচুর করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীরা।

শুক্রবার বিকেলে চবি ১নং গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, চবি ছাত্রলীগের বিজয় গ্রুপের কর্মী ইমরান ও সবুজ মিয়ার সাথে বাসের এক সহকারির সাথে বাকবিতন্ডা হয়। এ খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় থেকে আরও কয়েকজন ছাত্রলীগ কর্মী এসে দুটি বাস ভাঙচুর করে।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান হাটহাজারী থানার ওসি বেলাল মো. জাহাঙ্গীর।