চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ১০ হাজার ২০০ ইয়াবাসহ আবুল কাশেম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার বিকেলে কোতোয়ালী থানাধীন রিয়াজুদ্দীনবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবুল কাশেম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুরা ইউনিয়নের মো. ছবুরের ছেলে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (চট্টগ্রাম মেট্রো) শামীম আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ হাজার ২০০ ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাশেম জানায় ইয়াবা পাচার চক্রের শক্তিশালী সিন্ডিকেটের সদস্য। দীর্ঘদিন ধরে তিনি নগরীর বিভিন্ন স্পটে ইয়াবা সরবারহ করে আসছিল।