মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

সুদীপ্ত হত্যায় আরও একজন গ্রেফতার

| প্রকাশিতঃ ২২ অক্টোবর ২০১৭ | ১২:৩৮ পূর্বাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগর ছাত্রলীগের সহ সম্পাদক সুদীপ্ত বিশ্বাস খুনের ঘটনায় ফয়সাল আহমেদ পাপ্পু নামে আরও এক যুবলীগকর্মীকে গ্রেফতার করেছে সদরঘাট থানা পুলিশ।

শনিবার রাত ১০ টার দিকে নগরীর দেওয়ানহাট রেল বিট থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তার তথ্য মতে, সুদীপ্তকে যে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয় সেটি রেয়াজউদ্দিন বাজার তিনপুলের মাথা এলাকার একটি ড্রেন থেকে উদ্ধার করে পুলিশ।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাত ১২ টার দিকে একুশে পত্রিকাকে জানান, ইতোপূর্বে গ্রেফতার আসামীদের জবানবন্দী ও জিজ্ঞাসাবাদে সুদীপ্ত হত্যায় ফয়সাল আহমেদ পাপ্পুর নাম উঠে আসে।

সে অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০ টার দিকে দেওয়ানহাট রেল বিট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সে সুদীপ্ত হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার দেয়া তথ্য মতে, রাত পৌনে ১২টার দিকে তিনপুলের মাথার একটি ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় সুদীপ্ত হত্যায় ব্যবহৃত লোহার রডটি উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া ফয়সাল আহমেদ পাপ্পু পুলিশকে জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী সুদীপ্ত বিশ্বাসকে পিটিয়ে গুরুতর আহত করে চলে যাওয়ার সময় তিনপুলের মাথা এলাকার ড্রেনে রডটি তারা ফেলে গিয়েছিল। পাপ্পু লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের অনুসারী বলে পুলিশ জানিয়েছে।
এর আগে গত ১৩ অক্টোবর নগরীর শুভপুর বাস স্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয় যুবলীগকর্মী মোক্তার হোসেনকে। আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দীতে মোক্তার হত্যকাণ্ডে অংশ নেওয়া ১৫ জনের নাম বললেও হত্যার নির্দেশদাতার নাম বলেনি। তিনিও আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমের অনুসারী।

এছাড়া গত ১৭ আগস্ট সুদীপ্ত হত্যা মামলায় নগরীর লালখানবাজার বাঘঘোনা এলাকা থেকে বাবু ও খায়ের নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর আদালতের নির্দেশে পুলিশ তাদেরকে চারদিনের রিমান্ডে নিয়েছে। এ নিয়ে সুদীপ্ত বিশ্বাস হত্যায় চারজন গ্রেফতার হলো।

গত ৬ আগস্ট সকালে নগরীর দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে বাসার অদূরে সুদীপ্তকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সকাল সাড়ে ১১টায় সুদীপ্ত মারা যান।