চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের আকবর শাহ থানা এলাকা থেকে জরিনা আক্তার (২২) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উত্তর কাট্টলী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জরিনা কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকার বাসিন্দা দোলোয়ার হোসেনের স্ত্রী। নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী চৌধুরী বাড়িতে ভাড়া থাকতেন এই দম্পতি।
স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলজের জের ধরে জরিনাকে আঘাত করে তার স্বামী দেলোয়ার। পরে মুমুর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে আকবর শাহ থানার ওসি মুহাম্মদ আলমগীর বলেন, প্রাথমিক তদন্তে আমরা জেনেছি, ওই নারী মানসিক প্রতিবন্ধি ছিলেন। দূর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার স্বামী। ওই নারী খুন হয়েছেন নাকি দুর্ঘটনায় নিহত হয়েছে তা এখনই নিশ্চিত করে বলতে পারছি না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিস্তারিত বলতে পারব।