মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামের ‘অপরাধ নিয়ন্ত্রক’ মিলন রিমান্ডে

| প্রকাশিতঃ ২২ অক্টোবর ২০১৭ | ৬:৫৬ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের অপরাধ জগতের অন্যতম নিয়ন্ত্রন গোলাম সরওয়ার মিলনকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

এর আগে শনিবার রাতে নগরীর ডবলমুরিং থানাধীন পলোগ্রাউন্ড এলাকা থেকে মিলনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি এক নলা বন্দুক ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বলেন, মিলনের নেতৃত্বে হামকা গ্রুপের একাংশ সাইলেন্ট কিলিং করে পুরো নগরীকে আতঙ্কের নগরীতে পরিণত করেছিল। তার বিরুদ্ধে খুন, ছিনতাই, নারী নির্যাতনসহ ১৯টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

তিনি বলেন, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এরপর রোববার আদালতে হাজির করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন জানানো হয়। আদালত তিনদিন মঞ্জুর করেছেন।

পুলিশ বলছে, ২০০৬ সালে মিলনসহ কয়েকজন ছিনতাইকারী মিলে হামকা গ্রুপ গঠন করে। এরপর থেকে নগরবাসীর আতঙ্কে পরিণত হয় এ ছিনতাই চক্র। এ গ্রুপের হাতে অন্তত ১১ জন সাইলেন্ট কিলিংয়ের শিকার হন।