চট্টগ্রাম: চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে পটিয়ায় শোডাউন ও মিছিল করেছে পটিয়া উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
রোববার সকাল ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌরসভা চত্ত্বর থেকে দক্ষিণ জেলা ছাত্রলীগের নব-গঠিত কমিটির সহ-সভাপতি তারেকুর রহমান তারেকের নেতৃত্বে মিছিলটি শুরু হয়; এরপর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাসষ্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় মিছিলে অংশ নেয় পটিয়া পৌরসভা ছাত্রলীগ নেতা শাহরিয়ার শাহজাহান, উপজেলা ছাত্রলীগের নেতা নেজাম উদ্দীন নিজাম, পৌরসভা ছাত্রলীগ নেতা পিন্টু দাশ, সৌরভ দাশ, ছাত্রলীগ নেতা রাসেল কবির, আবদুস ছাত্তার, আরিফুল ইসলাম কাইছার, তসলিম রায়হান রিপন, আবু আলম অপু, পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগ নেতা আরফাতুল ইসলাম, মিনহাজুল ইসলাম, শুয়াইব খান মুন্না, বোরহানুল ইসলাম, মো. ওয়াহিদ, আমজাদ হোসেন, ওয়াহিদুল ইসলাম নয়ন, ছাত্রলীগ নেতা আবু সৈয়দ তাসিন, রবিউল হাসান শাকিল, আবু তাহের আদনান, আবছার উদ্দীন, মো. জাবেদ, মো. জোবায়েদ, মো. শাহাদাত, মো. শহীদ, মো. কায়ছার, মো. মহিম উদ্দীন, মো. ইয়াসিন, আরাফাত, মো. জয়, অভিজিৎ কুমার শুভ, রিমেল কুমার মিত্র, লিটন মিত্র, টিপু মিত্র, ইমাম, শুভ দেব নাথ, ফয়সাল, আনিসুর রহমান প্রমুখ।
এর আগে দক্ষিণ জেলা ছাত্রলীগের নব-গঠিত কমিটির সহ-সভাপতি তারেকুর রহমান তারেকের নেতৃত্বে পটিয়া আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী ও পটিয়া পৌরসভার মেয়র এবং পৌর আ’লীগের সভাপতি অধ্যাপক হারুনুর রশিদের সাথে শুভেচ্ছা বিনিময় করে ছাত্রলীগ নেতাকর্মীরা।
মিছিল পূর্ব সমাবেশে দক্ষিণ জেলা ছাত্রলীগের নব-গঠিত কমিটির সহ-সভাপতি ও পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তারেকুর রহমান তারেক বলেন, মানবতার নেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন তরান্বিত করতে ছাত্রলীগ ভ্যানগার্ডের ভূমিকা পালন করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে এগিয়ে যাচ্ছে ছাত্রলীগ।
আগামীতেও এর ধারা অব্যাহত রাখার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দক্ষিণ জেলা ছাত্রলীগ কাজ করে যাবে। এতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।