মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ট্রেনে কাটা দূর্ঘটনা এড়াতে রেল পুলিশের অভিযান, ৩ দিনে আটক ১৬১

| প্রকাশিতঃ ২৩ অক্টোবর ২০১৭ | ৪:৪৬ অপরাহ্ন

চট্টগ্রাম : ট্রেনে কাটা দুর্ঘটনা এড়াতে গত ৩ মাস ধরে জনসচেতনতা মূলক আলোচনাসভা, মাইকিং ও লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ। পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনর্চাজ এসএম শহিদুল ইসলামের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।

গত সেপ্টেম্বর মাসে কর্মসূচির শেষ হয়। পরে গত ২০ অক্টোবর থেকে আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযানে নামে রেলওয়ে পুলিশ। গত তিন দিনে অভিযান চালিয়ে সর্বমোট ১৬১ জনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

সোমবার রেলওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই মীর সাব্বির আলী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রেলওয়ে পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এসএম শহিদুল ইসলাম বলেন, ট্রেনের ছাঁদে ভ্রমণ, রেললাইনের উপর বসা, দোকার বসানো, খেলাধুলা করা কিংবা রেললাইন দিয়ে চলাচল, টিনএজারদের মোবাইল ব্যবহার করে রেল লাইনদিয়ে চলাচলের কারণে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে মানুষ। আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণকে সচেতন করার চেষ্টা করেছি। এখন যদি কেউ এই আদেশ অমান্য করে ট্রেনের ছাঁদে ভ্রমণ করে, রেল লাইনে চলাফেরা করা, ও টিকিট ছাড়া স্টেশন প্রবেশ, অবৈধভাবে হকার ও হিজরা স্টেশন এলাকায় প্রবেশ করলে আমরা তাদের আটক করে আদালতে সোপর্দ করছি।

তিনি আরো বলেন, গত ৩ দিনে চট্টগ্রাম রেলওয়ে থানা এলাকায় অভিযান চালিয়ে সর্বমোট ১৬১ জনকে আইন অমান্য করার অপরাধে আটক করেছি। তাদের মধ্যে টিকিটবিহীন ট্রেন ভ্রমণের জন্য আটক ২৪ জনের বিরুদ্ধে আদালতে ননএফআইআর দাখিল করা হয়েছে। অবৈধভাবে স্টেশন এলাকায় হকারী বসার জন্য ৪২ জন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় ভিক্ষাবৃত্তি করার অপরাধে ৩০ জনসহ সর্বমোট ৭২ জনকে আটক করার পর মোচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছি, ট্রেনের ইঞ্জিনে ও ছাঁদে ভ্রমণ, স্টেশন এলাকায় বিনা টিকিটে প্রবেশ করার কারণে ৬৫ জনকে আটক করে টিটির মাধ্যমে রেলওয়ে আইনে জরিমানা (ইএফটি) করেছি।