চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার ইয়াবাসহ জামিল উদ্দিন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে নগরের বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জামিল উদ্দিন কক্সবাজার সদরের টেকপাড়া এলাকার হাশেম উদ্দিনের ছেলে।
বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, কক্সবাজার থেকে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে এক যুবকের কাছে দুই হাজার ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।