চট্টগ্রাম: চট্টগ্রামে অভিনব পদ্ধতিতে চার্জার ফ্যান লাইটের ভেতর ঢুকিয়ে ১ হাজার ৮০০ ইয়াবা পাচারের সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে নগরের কাজীর দেউড়িতে এসএ পরিবহনের কাউন্টার থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার মো. কায়ছার হামিদ প্রকাশ নয়ন (২৭) নগরীর বাকলিয়া থানার দেওয়ানবাজার ভরাপুকুর পাড় এলাকার মো. হোসাইন আহম্মদের ছেলে।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ইলিয়াছ বলেন, চার্জার ফ্যান লাইটের ভেতর ঢুকিয়ে এসএ পরিবহনের রাজধানীর উত্তরা শাখায় ইকবাল নামের একজনের কাছে পাঠানোর চেষ্টা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কাজীর দেউড়িতে এসএ পরিবহনের কাউন্টার থেকে কায়ছারকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি ডিসকভার মোটরসাইকেল, চার্জার ফ্যান লাইট এবং ইয়াবাগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা হয়েছে।