মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ীদের শপথ কাল

| প্রকাশিতঃ ২৪ অক্টোবর ২০১৭ | ৬:৪১ অপরাহ্ন

মোর্শেদ নয়ন : নবসৃষ্ট চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান বুধবার (২৫ অক্টোবর) বিকাল ৪টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যাল অনুষ্ঠিত হবে।

এ তথ্য নিশ্চিত করে কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিজেন ব্যানার্জী বলেন, বুধবার বিকাল ৪টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিসে শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান স্যার কর্ণফুলী উপজেলা পরিষদের নবনির্বাচিতদের শপথ পাঠ করাবেন।

কর্ণফুলী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান- ফারুক চৌধুরী জানান- শপথ গ্রহণের জন্য আমাদেরকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে ফারুক চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে দিদারুল ইসলাম চৌধুরী ও বানাজা বেগম নিশি মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ১১ সেপ্টেম্বর তাদের নামে গেজেট প্রকাশ করা হয়েছে।নির্বাচনে ৩ পদেই আওয়ামীলীগের দলীয় সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন।