মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে বিষপানে এক ব্যক্তির আত্মহত্যা

| প্রকাশিতঃ ২৫ অক্টোবর ২০১৭ | ৬:৫৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে বিষপানে আত্মহত্যা করেছেন মো. আজিজ নামের এক ব্যক্তি। বুধবার ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার চৌধুরীনগরের হানিফের বাসায় এ ঘটনা ঘটে।

মৃত মো. আজিজ (৪৫) বায়েজিদ বোস্তামী থানার চৌধুরীনগর এলাকার আলী আজগরের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জের ধরে আজিজ নিজ বাসায় বিষপান করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।