মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

৮০ লাখ টাকার কাঠসহ দুই চোরাকারবারী গ্রেফতার

| প্রকাশিতঃ ২৫ অক্টোবর ২০১৭ | ৭:০২ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন এলাকা থেকে ৮০ লাখ টাকার অবৈধ কাঠসহ দুই চোরাকারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ২নং গেট কর্ণফুলী মার্কেটের বিপরীতে এই অভিযান চলে।

গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল মতিন (৪৩) ও বাদল কান্তি নাথ (২৮)।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক মিমতানুর রহমান বলেন, অভিযানে কোন প্রকার বৈধ কাগজপত্র না থাকায় ৫৩৭ সিএফটি অবৈধ কাঠ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাঠের আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা। গ্রেফতারকৃতরা জানিয়েছে উক্ত কাঠ বিভিন্ন সরকারী বন থেকে অবৈধভাবে সংগ্রহ করে তারা পাচার করছিল।