মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য গ্রেফতার

| প্রকাশিতঃ ২৬ অক্টোবর ২০১৭ | ১২:২৩ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে তিনটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বুধবার দিবাগত রাতে নগরের টেরিবাজার ও সাতকানিয়া উপজেলায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. বাদশা (২৫) ও মো. দিদার (৩০)।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) হুমায়ুন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরের টেরিবাজার এলাকা থেকে দিদারকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী সাতকানিয়া থেকে গ্রেফতার করা হয় বাদশাকে। তার হেফাজত থেকে দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়া নগরীর ফইল্যাতলী থেকে আরও একটি মোটরসাইকেল উদ্ধার হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সদস্য। এই চক্রের মূল চোর আছেন দুজন। একজন আনোয়ার এবং আরেকজন জসিম। এর বাইরে আরও ১০ থেকে ১৫ জন আছেন যারা চোরাই মোটারসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত। গ্রেফতার দুজন শতাধিক চোরাই মোটরসাইকেল কেনাবেচার তথ্য দিয়েছে পুলিশকে।