চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ফেরার পথে শাটল ট্রেনের ছাদ থেকে পড়ে কামরুজ্জামান রাকিব নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে নগরীর আতুরার ডিপো এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কামরুজ্জামান রাকিব (২০) ফেনী জেলার ছাগলনাইয়া এলাকার মাহবুব হাসানের ছেলে। চবিতে ২০১৭-১৮ সেশনে স্নাতক প্রথম বর্ষের ব্যবসায় প্রশাসন অনুষদের ‘গ’ ইউনিটে পরীক্ষা দিয়েছিলেন তিনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, চবিতে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে শাটল ট্রেনে ফেরার পথে আতুরার ডিপোর কোহিনূর স্কুল এলাকায় ছাদ থেকে পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তার মাথায় আঘাত লাগার পাশাপাশি কান ফেটেছে। তাকে ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।