চট্টগ্রাম: মিরসরাইয়ের জোরারগঞ্জে ৪০০ বোতল ফেন্সিডিল বোঝাই কাভার্ডভ্যানসহ ৪ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ সোনাপাহাড় ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান র্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম।
গ্রেফতারকৃতরা হলেন- মো. জহির উদ্দীন (২১), মো. সেলিম (২৯) এবং মো. আলম (৩৫)।
র্যাব কর্মকর্তা শাফায়াত জামিল ফাহিম বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওই এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে মাদক বোঝাই করা কাভার্ডভ্যানসহ তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়। তাদের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।