আরিফুজ্জামান আরিফ, বেনাপোল : শার্শার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামে মাদকবিরোধী অভিযানের সময় মাদক ব্যবসায়িদের হাতে শার্শা থানার এএসআই আলাউদ্দিন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসাবে শার্শা থানার এএসআই আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার সন্ধা সাড়ে ৭ টার দিকে উপজেলার টেংরা গ্রামের রহমান গাজীর ছেলে মাদক ব্যবসায়ি দুখে গাজী (৪৫) কে ফেন্সিডিলসহ হাতে নাতে আটক করে।
এ সময় অন্যান্য মাদকব্যবসায়ী তার সহযোগীরা পুলিশের উপর অতর্কিত হামলা করে দুখে গাজীকে ছিনিয়ে নেয়। এ সময় এএসআই আলাউদ্দিন মাথায় মারাত্নক আঘাত হন।
এ খবর পেয়ে শার্শা থানার এস আই মামুনের নেতৃত্বে এক দল পুলিশ এএসআই আলাউদ্দিনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯.৩০) মাদক ব্যবসায়ী দুখে গাজীসহ অন্যান্য আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে শার্শা থানার এসআই মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।