চট্টগ্রাম : কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদ বলেন, ছাত্রলীগের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস। ছাত্রলীগ একটা আবেগ এর নাম। আমাদেরই এলাকার সন্তান হিসেবে সংবর্ধিত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তাওহীদুল ইসলাম জেকি’র উজ্জ্বল ভবিষ্যত কামনা করি। আগামীতে কর্ণফুলী সহ পুরো দক্ষিণ চট্টগ্রামের ছাত্রসমাজকে মাদকের হাত থেকে দূরে রাখতে প্রয়োজনীয় সচেতনতামূলক পদক্ষেপ ও কর্মসূচী হাতে নিয়ে এগিয়ে যাবে এটাই প্রত্যাশা।
শুক্রবার বিকালে চরপাথরঘাটা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ইছানগরে আয়োজিত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ ছাত্রলীগ সহ-সভাপতি তাওহীদুল ইসলাম জেকি’র সংবর্ধণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংবর্ধিত অতিথি তাওহীদুল ইসলাম জেকি বলেন, শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের তৃণমূলে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করণের মানসিকতা নিয়ে অর্পিত দায়িত্ব সুনামের সাথে পালন করতে আপনাদের সহযোগিতা কামনা করবো সবসময়ই।
চরপাথরঘাটা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মেহেদী হাসান আদনানের সঞ্চালনায় এবং দক্ষিন জেলা ছাত্রলীগ নেতা সাঈদ হোসেন রিমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধণা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগ নেতা মোঃ কাসেম, জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক দিদারুল ইসলাম।
বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা কপিল, মনির, নয়ন, তারেক, মেজবাহ, রাজু, জনি, তারেক, মামুন,জসিম, জাহেদ, অনিকসহ নব-গঠিত ইছানগর ৭, ৮, ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি, সাঃ সম্পাদক সহ ইছানগরের ছাত্রলীগ নেতৃবৃন্দ।