মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

সড়ক দূর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালক নিহত

| প্রকাশিতঃ ২৮ অক্টোবর ২০১৭ | ৬:২৩ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে সিএনজি অটোরিকশা উল্টে মো. সেকান্দর (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। শুক্রবার রাতে রাঙ্গুনীয়া উপজেলার রানীরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেকান্দর একই উপজেলার ঠান্ডাছড়ি এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, রাতে সিএনজি অটোরিকশা চালিয়ে কাউখালী যাচ্ছিল সেকান্দর। পথে রানীরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেটি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।