বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

বিচারকদের ওপর চাপ প্রয়োগের নিন্দা জানালো বিচারকদের সংগঠন

প্রকাশিতঃ ৩ সেপ্টেম্বর ২০২৪ | ২:৩৯ অপরাহ্ন


ঢাকা : সারাদেশে বিচারকদের সঙ্গে বিভিন্ন পক্ষ এবং গোষ্ঠী অসৌজন্যমূলক ও অনভিপ্রেত আচরণ করছেন এবং বিচারকদের ওপরে চাপ প্রয়োগ করে আদেশ নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এসোসিয়েশন বলেছে, ব্যক্তিগত আক্রোশকে কেন্দ্র করে কোনো কোনো বিচারকের বিরুদ্ধে কোনো রকমের তদন্ত বা অনুসন্ধান ছাড়াই ঢালাওভাবে নানাবিধ অভিযোগ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের বর্তমান প্রেক্ষাপটে বিচারকগণ স্বাধীনভাবে কাজ করতে পারবেন, এমন পরিবেশ রক্ষা করা সকলের দায়িত্ব। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে দেশের কোথাও কোথাও বিচারকের ওপরে চাপ প্রয়োগ করে আদেশ নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়।

এসোসিয়েশন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে হাইকোর্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা জারি এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।

জনবান্ধব ও আস্থাশীল স্বাধীন বিচারব্যবস্থা গড়ার মাধ্যমে আইনের শাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগকে সহায়তা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।