ঝিনাইদহ: চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটির মসজিদে বোমা হামলার চার্জশীটভুক্ত আসামি বাবলুর রহমানকে ঝিনাইদহ শহর থেকে গ্রেফতার করেছে র্যাব-৬।
সোমবার সকালে শহরের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান র্যাবের ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ।
গ্রেফতারকৃত বাবলুর রহমান সাতক্ষীরার তালা উপজেলার বারইখালী গ্রামের আব্দুল গফফারের ছেলে। বাবলুর নব্য জেএমবি সারোয়ার-তামিম গ্রুপের সদস্য বলে জানায় র্যাব।
মেজর মনির আহমেদ জানান, ২০১৫ সালের ১৮ ডিসেম্বর চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাটির দুটি মসজিদে বোমা হামলা চালায় জঙ্গিরা । এতে নৌবাহিনীর কর্মকর্তাসহ ২৪ জন মুসল্লি আহত হন। এ ঘটনায় নৌবাহিনীর এক সদস্য বাদী হয়ে ইপিজেড থানায় সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক আইনে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
দীর্ঘ তদন্ত শেষে চলতি মাসের ১৫ তারিখে তদন্তকারী কর্মকর্তা ওসমান গণি আদালতে চার্জশীট দাখিল করেন। এ মামলার অপর আসামি মান্নান, রমজান ও গফফার কারাগারে রয়েছে। পলাতক ছিল বাবলুর ও সাখাওয়াত।