মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

| প্রকাশিতঃ ৩১ অক্টোবর ২০১৭ | ৫:২৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ড থানা এলাকা থেকে ৩০০ বোতল ফেন্সিডিল এবং একটি পিকআপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রধান গেইটের সামনে মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ মজিব (৪৭) ও মোঃ হুমায়ুন কবির (৩০)।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক মিমতানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করতে থাকে র‌্যাব সদস্যরা। এ সময় কুমিল্লা থেকে চট্টগ্রামগামী একটি পিকআপকে থামানোর সংকেত দেওয়া হলে দুইজন দৌড়ে পালানোর চেষ্টা করে।

তিনি বলেন, এ সময় র‌্যাব সদস্যরা ধাওয়া দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরবর্তীতে উক্ত পিকআপটি তল্লাশী করে পিকআপের ভিতরে সুকৌশলে লুকানো অবস্থায় ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ পিকআপটি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবত পণ্য পরিবহনের আড়ালে পিকআপের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ে এসে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্রয় করছে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য দুই লাখ ৪০ হাজার টাকা।