মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

‘সরকার শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সকল সুবিধা নিশ্চিত করেছে’

| প্রকাশিতঃ ৩১ অক্টোবর ২০১৭ | ১০:০৩ অপরাহ্ন

চট্টগ্রাম : ‘বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন। বিনামূল্যে পাঠ্যবই, বিনাবেতনে শিক্ষা দান, বৃত্তি প্রদানসহ সকল ধরনের সুবিধা অব্যাহত রেখেছে। যার কারনে শিক্ষাই অভুতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে। শিক্ষার হার বাড়ার পাশাপাশি শতভাগ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকারের ভূমিকা প্রশংসনীয়।’

কর্ণফুলী উপজেলাধীন ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত মা সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইছানগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদ। বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. আবুল কাশেম, আলী হায়দার, ফরিদা আকতার, নাহিদা আকতার, খালেছা খানম, রওনক জাহান প্রমুখ।

বক্তারা বলেন, ‘শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি ভিত্তিক আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের পাশাপাশি মায়েরা যদি এগিয়ে আসে শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে।’

অনুষ্ঠানশেষে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রদান করা হয়।