চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে সড়কে গাড়িচাপায় মোহাম্মদ জাহাঙ্গীর নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকাল পৌনে ৮টার দিকে খুলশী থানাধীন ওমর গণি এমইএস কলেজের সামনের এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ জাহাঙ্গীর (৩৫) নগরীর ফরিদার পাড়া এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি ভোলা জেলায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, ওমর গণি এমইএস কলেজের সামনের সড়কে গাড়িচাপায় গুরুতর আহত হন জাহাঙ্গীর। তাকে সকাল ৮টা ২০ মিনিটের দিকে হাসপাতালে আনা হয়। এরপর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলশী থানার ওসি শেখ নাসির উদ্দিন বলেন, কোন গাড়ি জাহাঙ্গীরকে চাপা দিয়েছে সে বিষয়ে জানা যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে ওই গাড়ি চিহ্নিত করার চেষ্টা করছি। নিহত জাহাঙ্গীর তার বাবার ঠিকাদারি কাজে সহযোগিতা করতেন। তার দুই ছেলে ও এক মেয়ে আছে।