মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রাম বন্দরে এক কনটেইনার ফটোকপিয়ার মেশিন আটক

| প্রকাশিতঃ ১ নভেম্বর ২০১৭ | ৫:৩৫ অপরাহ্ন

চট্টগ্রাম: মিথ্যা ঘোষণায় চট্টগ্রাম বন্দর ব্যবহার করে আনা আমদানি নিষিদ্ধ এক কনটেইনার ফটোকপিয়ার মেশিন আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার কায়িক পরীক্ষা পর কনটেইনার ভর্তি এসব ফটোকপিয়ার মেশিন আটক করা হয়।

রাজধানীর মতিঝিল এলাকার হিমালয় নামে একটি প্রতিষ্ঠানের নামে চালানটি আনা হয়েছিল। আমদানিকারক প্রতিষ্ঠানটি কমপ্লিট পেসেঞ্জার এলিভেটর (লিফট) আনার ঘোষণা দিয়েছিল। চট্টগ্রামের এক্সপ্রেস এজেন্সি নামে একটি প্রতিষ্ঠানের চালানটি খালাস করার কথা ছিল।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী যুগ্ম কমিশনার মো. রইস উদ্দিন বলেন, আমাদের কাছে তথ্য ছিল মিথ্যা ঘোষণা দিয়ে সিঙ্গাপুর থেকে আমদানি নিষিদ্ধ এক কনটেইনার ফটোকপিয়ার মেশিন আনা হয়েছে। তথ্যের ভিত্তিতে কয়েকদিন আগে একটি কনটেইনার আটক করা হয়। তখন ওই চালানটি খালাস পর্যায়ে ছিল। বুধবার চট্টগ্রাম বন্দরে কায়িক পরীক্ষার পর গোপন তথ্যের সত্যতা পাওয়া যায়। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।