চট্টগ্রাম : সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস)’র নারী কোটায় ফেরদৌসি বেগম মৌসুমী শ্রেষ্ঠ সংগঠক হিসেবে পুরস্কৃত হয়েছেন। বুধবার সার্কিট হাউস সম্মেলন কক্ষে তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রামের অতিরিক্তি বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা।
এর আগে বুধবার সকালে “যুবদের জাগরণ বাংলাদেশের উন্নয়ন’-এ স্লোগানে জাতীয় যুবদিবস উপলক্ষে এক র্যালী অনুষ্ঠিত হয়। র্যালিটি ডিসি হিল থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চট্টগ্রাম সার্কিট হাউসে গিয়ে শেষ হয়। এরপর সার্কিট হাউস সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা ও জেলা শ্রেষ্ঠ সংগঠক পুরস্কার, ঋণ ও অনুদান’র চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মাকসুদুর রহমান সিকদার এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা। উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা মোখলেছুর রহমান, এডি রহিম উদ্দীন, কোতোয়ালী ইউনিট থানা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাহান উদ্দীন, সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি এসডিএস’র সাধারণ সম্পাদক রাজীব দাশ, সহ-সভাপতি রিটু দাশ বাবলু, অর্থ সম্পাদক ফেরদৌসি বেগম মৌসুমী, পরিচালক দীপা দাশ, অন্যান্য সদস্য-টিপন বড়ুয়া হৃদয়, রিপন বড়ুয়াসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে ৩টি সংগঠনকে পুরস্কৃত করা হয়। সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি (এস.ডি.এস)’র নারী কোটায় ফেরদৌসি বেগম মৌসুমী শ্রেষ্ঠ সংগঠক হিসেবে পুরস্কৃত হন।