মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

স্ত্রীকে মারধর করায় স্বামীকে ৬ মাস কারাদন্ড

| প্রকাশিতঃ ২ নভেম্বর ২০১৭ | ৭:৩৭ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে স্ত্রীকে মারধর করার দায়ে মো. হেলাল নামের এক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার এই দন্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী।

দন্ডিত মো. হেলাল (৩৩) হাটহাজারী পৌরসভার পশ্চিম দেওয়ান নগর রঙ্গীপাড়ার আবুল খায়েরের ছেলে।

পুলিশ সূত্র জানায়, হেলাল দীর্ঘদিন ধরে মাদক সেবন করে পরিবারে অশান্তি সৃষ্টি করে আসছিল। বৃহস্পতিবার নেশার টাকার জন্য তার স্ত্রীকে বেধড়ক মারধর করেন। নির্যাতন সইতে না পেরে হাটহাজারী থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন স্ত্রী। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী বলেন, অভিযোগ স্বীকার করে নেওয়ায় হেলালকে ছয় মাসের কারাদন্ড দেয়া হয়েছে।