মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

জুলধায় কিশোরীর আত্মহত্যা

| প্রকাশিতঃ ২ নভেম্বর ২০১৭ | ১১:৪৫ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী থানার জুলধা ইউনিয়নে বুধবার রাতে মাটি দাস (১৪) নামের এক কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে। সে জুলধা ৮ নং ওয়ার্ড সনাতন পাড়ার সুবল দাসের কন্যা।

কিশোরীর বাবা সুবল দাস জানান- আমি রাতে বাড়ি ফিরে দেখি আমার মেয়ে মাটি দাস গলায় ওড়না পেচিঁয়ে আত্মহত্যা করেছে।

তবে কী কারণে আত্মহত্যা করেছে তা কেউ নিশ্চিত করতে পারেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি (তদন্ত) হাসান ইমাম একুশে পত্রিকাকে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পোস্টমর্টেম এর জন্য মর্গে প্রেরণ করেছে।