মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

এক কোটি ৬ লাখ টাকার ট্রাকভর্তি অবৈধ কাঠসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব

| প্রকাশিতঃ ৪ নভেম্বর ২০১৭ | ২:৩০ পূর্বাহ্ন

চট্টগ্রাম : সরকারয বন থেকে অবৈধভাবে সংগ্রহকৃত ১ কোটি ৬ লক্ষ টাকা মূল্যের ৭১৭ সিএফটি কাঠসহ ৪ জন গাছ পাচারকারীকে আটক করেছে চট্টগ্রাম র‌্যাব-৭।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচাল (মিডিয়া) মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাই কাঠভর্তি দুইটি ট্রাক চট্টগ্রামের রাগুনিয়া থেকে বলিরহাটের দিকে আসার খবর পেয়ে শনিবার ভোরে নগরীর সিএন্ডবি বালুরটাল এলাকায় অভিযান চালিয়ে কাঠভর্তি ট্রাকসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন মোহাম্মদ মোর্শেদুল আলম (৩৩), পিতা- মৃত শাহ আলম, গ্রাম-পশ্চিম সোহরা পল্টন, তালুকদার বাড়ী, থানা- চান্দগাঁও, সিএমপি চট্টগ্রাম; মোঃ আব্বাছ (২৬), পিতা- মোঃ মফিজুর রহমান, গ্রাম- আলীগাঁও (রজ্জব আলী বাতাইন্না বাড়ী), থানা- চরফ্যাশন, জেলা- ভোলা; মোঃ হারুন (৩৭), পিতা- মৃত আব্দুর রশিদ, গ্রাম- দক্ষিণ নিশ্চিন্তপুর (লোসাইপাড়া), থানা- রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম; মোঃ নুরুল আবসার (২৪), পিতা- মৃত মোঃ ইব্রাহিম, গ্রাম-নিশ্চিন্তাপুর (মাইজ পাড়া), থানা- রাগুনিয়া, চট্টগ্রাম।

পরবর্তীতে রেঞ্জ অফিসার রেজাউল আলমের সহায়তায় ট্রাক দুইটি তল্লাশী করে কোনো প্রকার বৈধ কাগজপত্র না থাকায় ৭১৭ সিএফটি অবৈধ কাঠ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাঠের আনুমানিক মূল্য ১ কোটি ৬ লক্ষ টাকা।

আসামীগণ উক্ত কাঠ বিভিন্ন সরকারী বন থেকে অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করছিল বলে র‌্যাব জানিয়েছে।