স্পোর্টস ডেস্ক: ছন্নছাড়া ব্রাজিল সেপ্টেম্বর উইন্ডোতে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলেছে। ইকুয়েডরের বিপক্ষে কষ্টসাধ্য জয়ের পর প্যারাগুয়ের কাছে হেরে যায় ১-০ গোলে। যা ছিল দলটির বিপক্ষে ১৬ বছর পর সেলেসাওদের প্রথম হার। ফলে ব্রাজিল পয়েন্ট টেবিলে আর্জেন্টিনা, কলম্বিয়া, উরুগুয়ে এবং ইকুয়েডরেরও নিচে নেমে গেছে। এমন বিপর্যস্ত অবস্থায় অক্টোবরে আরও দুটি বাছাইয়ের ম্যাচ খেলতে নামবে ব্রাজিল।
এজন্য নতুন দুই মুখ নিয়ে দল ঘোষণা করেছেন সেলেসাও কোচ দরিভাল জুনিয়র। ব্রাজিল জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন দেশটির স্থানীয় ক্লাব বোতাফোগোতে খেলা স্ট্রাইকার ইগর জেসুস ও ফরাসি ক্লাব লিয়নের ডিফেন্ডার আবনার। এ ছাড়া আসন্ন দুই ম্যাচের জন্য দলে ফিরেছেন ফরোয়ার্ড রাফিনিয়া ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এবং ডিফেন্ডার ব্রেমার ও ভেন্ডারসন।
আগামী ১১ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সকাল ৬টায় ব্রাজিল চিলির মুখোমুখি হবে। ম্যাচটি হবে চিলির সান্তিয়াগো ন্যাশনাল স্টেডিয়ামে। ১৬ অক্টোবর সকাল ৬টা ৪৫ মিনিটে ব্রাজিল পরের ম্যাচটি খেলবে ঘরের মাঠ মানে গারিঞ্চা ন্যাশনাল স্টেডিয়ামে, প্রতিপক্ষ পেরু।
ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর চতুর্থবারের মতো স্কোয়াড ঘোষণা করলেন দরিভাল। গত মার্চে স্পেন ও ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে তার যাত্রা শুরু হয়। পরবর্তীতে কোপা আমেরিকার জন্য বেছে নেন ২৬ সদস্যের স্কোয়াড। কাতার বিশ্বকাপের পর সেই প্রতিযোগিতার মঞ্চেও হতাশ করেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এই কোপায় বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে। এরপর বিশ্বকাপ বাছাইয়ে তাদের ঘুরে দাঁড়ানোর পালা, ইতোমধ্যে খেলা দুটির মধ্যেও একটিতে হেরে বসেছে।
লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে বর্তমানে ব্রাজিলের অবস্থান পাঁচে। ৮ ম্যাচে তিন জয়, এক ড্র এবং চারটি হার নিয়ে তাদের পয়েন্ট মাত্র ১০। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে তাদের ওপরের স্থান ইকুয়েডরের। এ ছাড়া ১৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আর্জেন্টিনা, ১৬ পয়েন্ট নিয়ে কলম্বিয়া দুইয়ে এবং ১৫ পয়েন্ট নিয়ে উরুগুয়ে তিনে অবস্থান করছে।
চিলি ও পেরু ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড
গোলরক্ষক : অ্যালিসন বেকার, বেন্তো ম্যাথিউস ও এডারসন মোরায়েস
ডিফেন্ডার : দানিলো, ভেন্ডারসন, আবনার, গুইলার্মে অ্যারানা, ব্রেমার, এডার মিলিটাও, গ্যাব্রিয়েল মাগালায়েস ও মার্কিনিয়োস
মিডফিল্ডার : আন্দ্রে, ব্রুনো গুইমারেস, গার্সন, লুকাস পাকেতা ও রদ্রিগো গোয়েস
ফরোয়ার্ড : এন্ড্রিক, ইগর জেসুস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, লুইস হেনরিক, রাফিনিয়া, স্যাভিনিও ও ভিনিসিয়ুস জুনিয়র