মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

শার্শায় জাতীয় সমবায় দিবস পালিত

| প্রকাশিতঃ ৪ নভেম্বর ২০১৭ | ১০:২৬ অপরাহ্ন

বেনাপোল প্রতিনিধি : “উৎপাদনমুখী সমবায় গড়ি, উন্নত বাংলাদেশ গড়ি” এই স্লোগানে শার্শায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু করে একটি বিশাল র‌্যালি শার্শা বাজার প্রদক্ষিণ করে।

পরে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মন্জু, ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল ওয়াদুদ, শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সমবায় অফিসার আজিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, সাংবাদিক এম এ রহিম, মতিয়ার রহমান, আব্দুল কাদের, এয়াকুব আলী, নজরুল ইসলাম প্রমুখ।

শেষে সমবায়ীদের মধ্যে শ্রেষ্ঠ সমবায়ী সম্মাননা পুরস্কার ক্রেস্ট প্রদান করা হয়। বেনাপোল রিপোটার্স মাল্টি পারপার্স কোঃ সোঃ লিঃ, শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা সমবায় সমিতি, ম্যাক্সিম মাল্টি পারপার্সসহ উপজেলার ১৪টি সমবায় সমিতিকে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।