মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

| প্রকাশিতঃ ৫ নভেম্বর ২০১৭ | ৪:৪১ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের আখতারউজ্জামান মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর জিইসি মোড়ের উপরে ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রেদোয়ানের (২৫) বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, নগরীর লালখানবাজার এলাকা দিয়ে ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ে উঠেছিলেন রেদোয়ান। পেছনে ছিলেন সমবয়সী একই এলাকার মাহবুব। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে ফ্লাইওভারের উপর পড়ে যান তিনি। এতে রেদোয়ান ও মাহবুব আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসকরা রেদোয়ানকে মৃত ঘোষণা করেন।