মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

রাঙ্গুনিয়ায় ছাত্রলীগের আনন্দ র‌্যালী ও সমাবেশ

| প্রকাশিতঃ ৫ নভেম্বর ২০১৭ | ১০:৪১ অপরাহ্ন

চট্টগ্রাম: জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল ওয়ার্ল্ডস ডক্যুমেন্টরি হেরিটেজ হিসেবে স্বীকৃতি প্রদান করায় আনন্দ র‌্যালী ও সমাবেশ করেছে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ।

রোববার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত র‌্যালীটি চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উপজেলার মরিয়মনগর চৌমুহুনী থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে; পরে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচী শেষ হয়।

উপজেলা ছাত্রলীগ সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিমুল গুপ্তের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবু তাহের, সদস্য এবং সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম, মরিয়মনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুল হক হিরু, সাধারন সম্পাদক শওকত হোসেন সেতু, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি বি কে চৌধুরী লিটন, পারভেজ হোসেন, যুগ্ম সম্পাদক ওমর ফারুক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন আহমেদ, জেলা যুবলীগের সদস্য মোর্শেদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক দিদারুল আলম, সহ-সভাপতি হেলাল তালুকদার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল হাসান বাদশা, মো. আজগর, মো. নাসিম, জিশু বড়ুয়া, পাপেল বড়ুয়া, মো. আলমগীর যুগ্ম সম্পাদক রাসেল রাসু, জাহেদুল আলম কুসুম, শরীফুল ইসলাম সায়মুন, সাংগঠনিক সম্পাদক মুফিজুর রহমান খাঁন, নাছির উদ্দিন, ইকবাল উদ্দিন।

এছাড়া সম্পাদক মন্ডলীর সদস্য মো. বাদশা, হাসান মুরাদ, মো. মামুন, মো. আজগর,আব্দুল মান্নান,রুবেল ইসলাম,মো. লিয়াকত, মো. নিজাম, ছাত্রনেতা জিকু শীল, মো. আজিজ, মো. শাহীন, মো. সবুজ, মো. রনি, পৌরসভা ছাত্রলীগের সভাপতি ইউসুপ রাজু, রাঙ্গুনিয়া কলেজ ছাত্র সংসদের ভিপি সোহেল চৌধুরী, জিএস মহিউদ্দীন, প্রোভিপি আরিফ উদ্দীন বাপ্পা, কলেজ ছাত্রলীগ নেতা মিজান তালুকদার, আলী শাহ, মো. ইকবাল, আরমান সিকদার, মো. সুজন, মো. সুলতান, মো. রাব্বানি প্রমুখ কর্মসূচীতে অংশ নেন।