মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

বেনাপোলে অস্ত্র, গুলি ও টাকাসহ একজন আটক

| প্রকাশিতঃ ৫ নভেম্বর ২০১৭ | ১১:০৬ অপরাহ্ন

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, ২ রাউন্ড গুলি, ২ টি ম্যাগজিন ও হুন্ডির দেড় লক্ষ টাকাসহ তরিকুল ইসলাম (৩৬) নামের এক ইজিবাইক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।

রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে বেনাপোল বাজারের ইসলামী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক ইজিবাইক চালক তরিকুল বেনাপোলের পুটখালী গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে এক ইজিবাইক চালক অস্ত্র, গুলি নিয়ে বেনাপোলের দিকে আসছে। এ সংবাদে বেনাপোল বাজারের ইসলামী ব্যাংকের সামনে থেকে ইজিবাইকসহ চালক তরিকুলকে আটক করা হয়। এ সময় ইজিবাইক তল্লাশী করে বাইকের সিটের নিচের থেকে পিস্তল, গুলি, ম্যাগজিন ও নগদ দেড় লক্ষ টাকা উদ্ধার করা হয়।

বেনাপোল বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার শহিদুল ইসলাম জানান, “আটক তরিকুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।”