মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

আগ্রাবাদ সিএন্ডএফ অফিসে আগুন, দগ্ধ ৩

| প্রকাশিতঃ ৬ নভেম্বর ২০১৭ | ১২:৪২ অপরাহ্ন

চট্টগ্রাম : নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় তানিয়া এসোসিয়েট নামের একটি সিএন্ডএফ অফিসে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে তিনজন দগ্ধ হয়েছেন।

এরা হলেন মাসুদ (৪৫), আনোয়ারুল কবির (২৪) ও আনোয়ার হোসেন (১৮)। তিনজনই ওই অফিসের স্টাফ বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম।

ডবলমুরিং থানার সেকেন্ড অফিসার নুুরুল ইসলাম একুশে পত্রিকাকে জানান, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার ব্যাংক এশিয়ার পেছনের গলির নিচতলায় একটি সিএন্ডএফ অফিসে দুর্ঘটনার খবর পেয়ে ১১ টার দিকে আমরা ঘটনাস্থলে পৌঁছি। সেখান থেকে অগ্নিদগ্ধ তিনজনকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি।

মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম জানান, সকালে অফিসে গিয়ে বাতি জ্বালানোর জন্য সুইচ অন করতে গেলে একটি শব্দ হয়ে অফিসে আগুন ধরে যায়। বিদ্যুৎ থেকে ছড়িয়ে পড়া আগুনে মুহূর্তেই তিনজন দগ্ধ হন। অগ্নিদগ্ধরা চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে মাসুদের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে বলে জানান পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকতে দেখা গেলেও ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তা সেখানে ছিলেন না। একুশ পত্রিকা থেকে সর্বশেষ দুপুর সাড়ে ১২টায়ও দেওয়ানহাট ফায়ার সার্ভিস অফিসে ফোন করা হয়। তখনও তারা এই ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে জানান। আগ্রাবাদ এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন তারা।