বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় একটি দোনালা ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলিসহ ইকরামুল হেসেন (২৫) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। সে শার্শার ইছাপুর গ্রামের সরবত আলীর ছেলে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় এসআই সৈয়দ বখতিয়ার রহমান মামুন এবং এএসআই কবীর হোসেন, কামাল হোসেন, শরীফুল, আজমলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মহিষাকুড়া বাজারে অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামী ইকরামুল হোসেনকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি দোনালা ওয়ান শুটারগান ও ১রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শার্শা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।