বেনাপোল প্রতিনিধি : বেনাপোল ইউনিয়ন পরিষদে মাদকদ্রব্য, বাল্যবিবাহ, দুর্নীতিপ্রতিরোধ, জঙ্গিবাদ দমনে গনসচেতনতামুলক অনুষ্ঠানে প্রধান অতিথি যশোর জেলা প্রশাসক আশরাফ উদ্দিন বলেন, অল্প বয়সে বিয়ে না দিয়ে মেয়েদের লেখাপড়ার সুযোগ করে দিয়ে আর্থিক দিক দিয়ে স্বচ্ছল করে তুলতে হবে। তা হলে সে সচেতন হবে চাকরি করবে সহজে। সে লাঞ্চিত হবে না।
তিনি বলেন, মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়, সব কিছু শেষ করে দেয়। একবার মাদকে আসক্ত হলে সহজে সরে আসা যায় না। এর জন্য অভিভাবকদেরও সচেতন হতে হবে। ছেলেমেয়েরা যাতে লেখাপড়া শিখে বড় হয় ভালো কাজের সাথে যুক্ত হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, বেনপোল পোর্ট থানা ওসি অপুর্ব হাসান প্রমুখ।