
খাগড়াছড়ি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মানিকছড়ি (সদর) ইউনিয়নের ১নং ওয়ার্ড (গভামারা) বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় গভামারা বাজারে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
জিয়া পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক মো. আমির হোসেনের সঞ্চালনায় এবং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির উপদেষ্টা মো. সমশের আলী, সহ-সভাপতি আবদুল আওয়াল, মজিবুল হক বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাষ্টার, সদস্য মো. আইয়ুব আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মীর হোসেন, সদস্য সচিব মহি উদ্দিন কিশোর, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রাবেয়া আক্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আবুল বাশার, মারমা যুব ঐক্য পরিষদের উপজেলা সাংগঠনিক সম্পাদক আপ্রুসী মারমা, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন ও ওয়ার্ড ছাত্র দলের সভাপতি মো. আমির খান।
বক্তারা বলেন, বিএনপি দেশের মানুষের সেবক হিসেবে কাজ করবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।