মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

শার্শায় তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষিত, ধর্ষক আটক

| প্রকাশিতঃ ৮ নভেম্বর ২০১৭ | ৫:৫৯ অপরাহ্ন

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষনের স্বীকার হয়েছে। সে উপজেলার বড় মান্দারতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

জানা যায়, মঙ্গলববার সন্ধ্যা ৭টার সময় শার্শা উপজেলার বড় মান্দারতলা গ্রামের তৃতীয় শ্রেণীর ওই ছাত্রী প্রতিবেশির বাড়ি থেকে ঘরে ফেরার পথে স্থানীয় বখাটে শুকুর আলী শিশুটিকে মুখ চেপে ধরে পাশে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার করলে বাড়ি থেকে তার মা ছুটে আসছে বুঝতে পেরে লম্পট ইব্রাহিম পালিয়ে যায়।

শিশুটির মা জানান, আমি চিৎকার শুনে ছুটে যেয়ে দেখি বাড়ির পাশের বাগানে পড়ে আছে আমার মেয়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের ডাঃ এবিএম আক্তার মারুফ জানান, শিশুটির অবস্থা খুব খারাপ। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান জানান, ঘটনাটি শোনার সাথে সাথে এসআই মামুন এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে ধর্ষক শুকুর আলীকে আটক করা হয়।