মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

| প্রকাশিতঃ ৮ নভেম্বর ২০১৭ | ৬:০৬ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে ২১ বছর আগে একজনকে খুনের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেয়া হয়েছে। বুধবার চট্টগ্রাম বিভাগীয় জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক (বিশেষ জজ) হোসনে আরা এই রায় ঘোষণা করেন।

দন্ডিতরা হলেন- মো. এরশাদ ও মোছলেম উদ্দিন প্রকাশ বাবুইয়া। দুইজনই বর্তমানে পলাতক আছেন।

জননিরাপত্তা ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবি জাহাঙ্গীর আলম বলেন, ১৯৯৬ সালের ১০ ডিসেম্বর নগরীর হাজীপাড়া আবু তাহের নামে একজন ছুরিকাঘাতে খুন হন। এ ঘটনায় নিহতের বাবা আবুল খায়ের চারজনকে আসামি করে ডবলমুরিং থানায় মামলা দায়ের করেন। ১৯৯৭ সালের ২৭ জুলাই আসামিদের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দিলে অভিযোগ গঠন করেন আদালত। ১১ জনকে সাক্ষ্যগ্রহণ শেষে দুই আসামিকে যাবজ্জীবন ও দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।