মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চিকিৎসাধীন রোহিঙ্গা যুবকের মৃত্যু

| প্রকাশিতঃ ৮ নভেম্বর ২০১৭ | ৭:২৭ অপরাহ্ন

চট্টগ্রাম: গুলিবিদ্ধ হয়ে আসা এক রোহিঙ্গা যুবক চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। মঙ্গলবার গভীর রাতে কামাল হোসেন (২৪) নামের ওই যুবকের মৃত্যু হয়।

১১ দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়া কামাল মিয়ানমারের মংডু আকিয়াবের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, গত ২৯ অক্টোবর টেকনাফ থেকে উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ কামালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। ১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার রাতে কামাল মারা যান। ময়না তদন্ত করে কামালের লাশ টেকনাফে পাঠিয়ে দেওয়া হয়েছে।