চট্টগ্রাম: রাঙ্গুনীয়া স্টুডেন্টস ফোরাম, পোর্ট সিটি ইন্ট্যারন্যাশনাল ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত ১৪ নভেম্বর বিকালে নগরের কাজীর দেউরীস্থ সাংবাদিক ইউনিয়ন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় রাজেশ বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্ট্যারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের লেকচারার মো. ইসতিয়াক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনীয়া উপজেলা ছাত্রলীগের সসাধারণ সম্পাদক শিমুল গুপ্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনীয়া ল স্টুডেন্টস এসোসিয়েশন এর সভাপতি রাশেদ পারভেজ, সাধারন সম্পাদক মাইনুল, যুগ্ন সম্পাদক মুসা কলিমুল্লা। রাঙ্গুনীয়া ইঞ্জিনিয়ারস ফোরামের সভাপতি ইঞ্জিঃ মোঃ গিয়াস, সাধারন সম্পাদক ইঞ্জিঃ মোঃ নাসির উদ্দীন, রাঙ্গুনীয়া স্টুডেন্টস ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন বাবর।সাবেক সাধারন সম্পাদক সোহেল প্রমুখ।
সভায় রাজেশ বড়ুয়াকে সভাপতি, রনি দাশকে সাধারন সম্পাদক ও সাজ্জাদ মাহমুদ আল আজাদকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়।