শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

চট্টগ্রামে ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রকাশিতঃ ১৬ নভেম্বর ২০১৭ | ১:১১ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে দেড় হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. সোহেল (২২) কক্সবাজারের উখিয়া উপজেলার সেকান্দার পাড়ার পাগলিরবিল এলাকার মুজিবুর রহমানের ছেলে।

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, কক্সবাজার ছেড়ে আসা একটি বাস থেকে নামার পর সোহেলকে তল্লাশি করে পুলিশ। এ সময় তার কাছ থেকে দেড় হাজার ইয়াবা উদ্ধার হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।